শরীয়তপুরের সখিপুর থানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থতায় এবং জুলাই আগষ্ট আন্দোলনে সহিদদের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় সখিপুর স্কুল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এস এম হামিদ সরদার সভাপতি সখিপুর থানা বিএনপি, মাসুম বালা সভাপতি সখিপুর থানা যুবদল, কামরুল হাসান রাজীব সরদার সাধারণ সম্পাদক সখিপুর থানা যুবদল, ফাইজুল সরদার আহ্বায়ক সখিপুর থানা স্বেচ্ছাসেবকদল, নিহাদ সরদার সাবেক সভাপতি সখিপুর থানা ছাত্রদল, জিসান বালা ও সখিপুর থানা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।