শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসহাক সরদারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।রোববার ( ১৬ মার্চ) শরীয়তপুর সরকারি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান খান, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক খান, জাজিরা পৌরসভার ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আল ইসলাম মৃধা, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএম সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রনি, গোসারহাট শামসুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কলেজ শাখা ছাত্রদলের আনোয়ার খান , শাহাদাত হোসেন সরদার, ডামুড্যা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম রাজ্জাক, ভেদেরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম অনিক, নড়িয়া উপজেলা ছাত্রদল নেতা মাসুম, আরিফ, হৃদয়, সাগর, সখিপুর উপজেলা ছাত্রদল নেতা তারেক ঢালী, নাসিম মাহমুদ, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাব্বির মাদবর,বাবু,রিদয়, আলামিন, মইন, রিয়াদ, ইলিয়াস হোসেন, সুমন, শুভ, সাকিব সহ শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভার অসংখ্য নেতাকর্মীসহ জেলা উপজেলা ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী।অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।