শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর পীরের ভক্তরা আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।জেলার নড়িয়া, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট ও শরীয়তপুর সদর উপজেলার ৩০টি গ্রামের প্রায় ৩২ হাজার লোক যথাযোগ্য মর্যাদায় ঈদের উৎসবে অংশগ্রহণ করবেন বলে ঢাকা মেইল কে জানান শাহ সূফী সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী।রোববার (৩০) মার্চ সকাল ৯ টা ৩০ মিনিটে সুরেশ্বরী পীরের মাজার সংলগ্ন মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।নামাজের জামাতের ইমামতি করবেন মাওলানা শাহ সূফী সৈয়দ বেলাল নূরী সুরেশ্বরী ও মোনাজাত পরিচালনা করবেন গদিনশীন পীর ও মোতোয়াল্লী হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী।চান্দ্র মাসের হিসেবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় শত বছর ধরে এসব গ্রামে একদিন আগেই ঈদ উৎসব উদযাপিত হয়ে আসছে।