দেখা হবে হয়তো কোনো একদিন।
পাতাঝরার দিনে উদাস দুপুরে
আথবা ক্লান্ত বিকেলের স্হির জলের
স্বচ্ছতায় নিরব চাহনিতে।
দেখা হবে চৈতালি রাতের হাওয়ায়
বাঁশপাতা ঝরার শব্দের মতন।
পা টিপে টিপে আসা পুকুর ঘাটে।
দেখা হবে টিএসসির চত্বরে
চা এর আড্ডায়,শিল্পকলায়।
অনেক দিন পরে হয়তো
ভুলে যাওয়া পথ ধরে
ফিরতি পথের খোঁজে দেখা হবে।
শিমুল তুলোর মত শরৎ মেঘের
ভেসে যাওয়া পাহাড়চূড়ায় দেখা হবে
একদিন তোমার আমার।
অসংখ্য জোনাকিরা আলো জ্বলবে
দূর পাহাড়ের গায়ে,
আমাদের মিলন উৎসবে।
তারারা পিদম জ্বালাবে দূর আকাশে।
হাতের আঙ্গুল গুলো
ছুঁয়ে যাবে আঙ্গুলে আঙ্গুল।
স্বপ্ন ছোঁয়া আকাশ হবো আমরা তখন।
তেমনি এক আগুন ঝরা সোনালী সন্ধ্যায়
তুমিময় মাদকতায় বিভোর হবো।
এমনি কোনো এক দিনে দেখা হবে প্রিয়তম।
দেখা হবে দেখা হবে মিলিয়ে নিও প্রিয় সখা।
দেখা হবে আমাদের নবগঙ্গার পাড়ে।
সূর্যের প্রথম আলোয়
আলোকিত হতে দেখা হবে।
অথবা স্নিগ্ধ বিকেলের গোধূলি লগ্নে।
সেই দিনের জন্যে অপেক্ষায় থেকো
বন্ধু দেখা হবে॥
১১/০৩/২০২৩