ভোটার তালিকা সুরক্ষিত করুন, গণতন্ত্র নিশ্চিত করুন, এনআইডি সংরক্ষণ করুন, এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত কর্মসূচী নিয়ে রাস্তায় নেমেছে শরীয়তপুর জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।ছাত্র-জনতার জনরোষে পড়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ৫ আগষ্ট পতিত হওয়ার পর অন্তবর্তী সরকার গঠিত হলে, বিভিন্ন বিষয়ে সংস্কারের দাবি উঠে, এবং সংস্কার কমিশনও গঠিত হয়, সেই সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও গঠিত হয়, সেই কমিশনের সুপারিশে উঠে আসে জাতীয় পরিচয় পত্র নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি।
এই সুপারিশের প্রতিবাদে এবং নির্বাচন কমিশনেই এনআইডি কার্ড রাখার দাবিতে ১৩ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন করে জেলা নির্বাচন অফিস কর্মকর্তা-কর্মচারীগন।
এবিষয়ে শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আমরা গত দীর্ঘ ১৭বছর ধরে ভোটার তালিকার পাশাপাশি এই জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড সযত্নে সংরক্ষণ করে আসছি, এখন বিভিন্ন প্রপাগান্ডা শুনতে পাচ্ছি যে এবিসিবি রেজিষ্ট্রেশন অর্গানাইজেশনের অন্য কোন মাধ্যমে চলে যাবে, এটা আমরা মানিনা আমাদের দাবি ঘরের ছেলে ঘরে রাখতে হবে, অর্থাৎ এনআইডি কার্ড নির্বাচন কমিশনেই রাখতে হবে, অন্যাথায় আমাদের কেন্দ্র থেকে কঠোর কর্মসূচী আসবে,সেই কর্মসূচী আমরা রাস্তায় দাড়িয়ে পালন করবো।